logo

Feni Zilla Student Welfare Assositaion

গঠনতন্ত্র

বিসমিল্লাহির রাহমানির রাহীম
ফেনী জেলা ছাত্র কল্যাণ সমিতি
(একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা)

১। সংগঠনের ধরণঃ

ফেনী জেলা ছাত্র কল্যাণ সংগঠন - একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক শিক্ষানুরাগী সংগঠন।

২। সংগঠনের লোগোর বিবরণঃ

আমাদের রয়েছে ফেনী জেলা মানচিত্র বেষ্টিত বৃত্তাকার আকৃতির একটি লোগো যা আমাদের সৌহার্দ, সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন প্রকাশ পেয়েছে ।

৩। সংগঠনের লক্ষ ও উদ্দেশ্যঃ

(ক) ফেনী ও ফেনী কেন্দ্রিক অঞ্চলগুলোর বর্তমান ছাত্র/ছাত্রীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা ও তাদের নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখা।
(খ) সৃষ্টিশীল,সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষে স্কুল-কলেজে বিভিন্ন কর্মশালা যেমন- বিতর্ক, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন।
(গ) ফেনীর ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোন প্রয়োজনে/বিপদে সর্বাত্মক সহযোগিতা করা। বিশেষ করে ভর্তি পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন সুনিশ্চিত করা।
(ঘ) এলাকার মানুষদের যেকোনো উন্নয়নমুখী ও সৃজনশীল কাজে সংবর্ধনা প্রদান করা।

৪। সদস্য পদ লাভঃ

(ক) ফেনীর সে সকল ছাত্র ছাত্রী যারা অন্ততপক্ষে একাদশ শ্রেনীতে অধ্যায়নরত আছেন তারা, সংগঠনের অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে সদস্য হতে পারবেন।
(খ) নির্ধারিত ফরম পূরণপূূর্বক সদস্য হতে হবে।
(গ) একজন সদস্য যে কোনো ধর্মাবলম্বী হতে পারবে, তবে মুক্তমনা অথবা নাস্তিক হতে পারবে না।
(ঘ) সদস্য দের বয়স সীমা ১৬ থেকে ৩০ হতে হবে।
(ঙ) ছাত্রত্ব শেষ হউয়া চাকুরী প্রত্যাশি অথবা সদ্য চাকুরী প্রাপ্ত ছাত্র ছাত্রী রাও সংগঠনের স্বার্থে সদস্য হতে পারবেন। কিন্তু এই বেপারে কার্যকরী পরিষদের সিদ্ধান্তইই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

৫। সদস্য পদ বাতিলঃ

(ক) কোন সদস্যের বিরুদ্ধে দেশ কিংবা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কোন কাজ প্রমাণিত হলে তার সদস্যপদ বাতিল হবে।
(খ) সংগঠনের স্বার্থ পরিপন্থী ও আর্থিক ক্ষতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ বাতিল হতে পারে।
(গ) সকল ক্ষেত্রেই কার্যকরী পরিষদের সর্বসম্মতি/ সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৬। পদ হতে ইস্তফাঃ

(ক) কার্যকরী পরিষদের কোন সদস্য অথবা যে কোন সাধারন সদস্যও ইস্তফা দিলে অবশ্যই তার কারন উল্লেখ করে সভাপতি বরাবর পেশ করতে হবে।
(খ) সভাপতি কার্যকরী পরিষদের সর্বসম্মতি ক্রমে সদস্যের পদত্যাগ পত্র গ্রহন কিংবা বাতিল করতে পারবেন। অবশ্য উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলে উপদেষ্টা পরিষদ নিজেই তার সমাধান করবে।

৭। সংগঠনের সাংগঠনিক কাঠামো হবে ৪ স্তরের, যথাঃ

(ক) সাধারন পরিষদ
(খ) কার্যকরী পরিষদ
(গ) উপদেষ্টা পরিষদ
(ঘ) কার্যকরী উপদেষ্টা পরিষদ

৮। পরিষদ সমূহের কার্যাবলীর বিবরণঃ

(ক) সাধারন পরিষদ : অত্র সংগঠনের সকল সদস্যদের নিয়েই সাধারন পরিষদ গঠিত হবে।
(খ)কার্যকরী পরিষদ : সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩০ জন সদস্যের কার্যকরী কমিটি থাকবে। (প্রয়োজনে পদের সংখ্যা পরিবর্তিত হতে পারবে) কমিটির মেয়াদকাল হবে ০১ বছর।
(গ) উপদেষ্টা পরিষদ : প্রতিষ্ঠাকালীন সময়ের সম্মানিত সদস্য থেকে বর্তমান কমিটির বাইরে থাকা (সিনিয়র) ব্যাচসমূহের সকল সদস্যই প্রটোকল এর ভিত্তিতে উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত হবে।
(ঘ) কার্যকরী উপদেষ্টা পরিষদঃ সদ্য সাবেক হওয়া সভাপতিকে পদাধিকার বলে সংযুক্ত করে উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের মধ্য হতে সর্বোচ্চ ৬ জন কে কার্যকরী উপদেষ্টা পরিষদের জন্য মনোনীত করবে,যাঁরা কিনা কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে।
(ঙ) কার্যকরী পরিষদের সভাপতি অবশ্যই কার্যকরী উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহন করবেন। কার্যকরী উপদেষ্টা পরিষদের মেয়াদও ০১ বছর।

৯। কমিটি কাঠামোঃ

সভাপতি ০১ জন
সহ সভাপতি ০১ জন
সাধারন সম্পাদক ০১ জন
যুগ্ম সাধারন সম্পাদক ০৩ জন
সাংগঠনিক সম্পাদক ০১ জন
সহ সাংগঠনিক সম্পাদক ০৩ জন
কোষাধ্যক্ষ ০১ জন
সহ কোষাধ্যক্ষ ০২ জন
প্রচার, প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক ০১ জন
সহ প্রচার, প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক ০৩ জন
শিক্ষা সম্পাদক ০১ জন (Admission & All)
শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ০৪ জন (PSC,JSC,SSC,HSC)
দপ্তর সম্পাদক ০১ জন
সহ দপ্তর সম্পাদক ০১ জন
স্বাস্থ্য সম্পাদক ০১ জন
স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ০১ জন
উপবৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক ০১ জন
ক্রীড়া সম্পাদক ০১ জন
সহ ক্রীড়া সম্পাদক ০১ জন
সাংস্কৃতিক সম্পাদক ০১জন

১১। সভার বিবরণঃ

(ক) বার্ষিক সাধারণ সভাঃ প্রতিবছর ঈদ-উল-ফিতরেরর ছুটিতে ফেনী কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হবে । সাধারণ সম্পাদক সভাপতির অনুমোদনক্রমে জরুরি নোটিশে বার্ষিক বিশেষ সাধারণ সভা আহ্বান করবেন । এ সভায় নতুন মেয়াদে কার্যকরী পরিষদ ও কার্যকরী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
(খ) কার্যকরী পরিষদ সভাঃ সাধারণ সম্পাদক, সভাপতির সাথে পরামর্শ করে সভার আলোচ্য সূচি, তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবেন । সভা অনুষ্ঠানের কমপক্ষে ৫ (পাঁচ) দিন আগে নোটিশ দিয়ে সাধারণ সম্পাদক যে কোন সময় পরিষদের সভা আহ্বান করবেন ।
(গ) সাধারণ সভাঃ সময়, সুযোগ বুঝে সাধারণ সভা অনুষ্ঠিত হবে।সাধারণ সম্পাদক সভা অাহবান করবেন।

১২। কার্যকরী পরিষদ নির্বাচনঃ

(ক) কার্যকরী উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে একটি অস্থায়ী নির্বাচন কমিটি গঠন করে সদস্য সমুহের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।
(খ) সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যকরী উপদেষ্টা পরিষদের পরামর্শ ক্রমে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
(গ) যেকোনো সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য পার্থী হতে পারবে।
(ঘ) একজন সদস্য একই সাথে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন পেতে পারবে। তবে যদি দুটি পদেই একই ব্যাক্তি জয়লাভ করে তবে, উক্ত ব্যক্তির পছন্দের পদটি তাকে দেয়া হবে। এবং অন্য পদের জন্য দ্বিতীয় ব্যক্তি সয়ংক্রিয় ভাবে নির্বাচিত হয়ে যাবে।
(ঙ) নির্বাচন প্রক্রিয়া সচ্ছ হতে হবে, এবং তা ব্যালটের মাধ্যমে হতে হবে।
(চ) কোনো পদের বিপরীতে একের অধিক প্রার্থী না পাওয়া গেলে তিনিই বিনা ভোটে নির্বাচিত হবে, কিন্তু কার্যকরী পরিষদ চাইলে যে কোনো সদস্য কে প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে। এবং ঐ সদস্য তা মেনে নিতে বাধ্য থাকবে।

১৩। গঠনতন্ত্র সংশোধনঃ

(ক) গঠনতন্ত্রে বর্ণিত কোনো ধারা সংশোধন, সংক্ষেপন অথবা পরিমার্জনের জন্য কার্যকরী উপদেষ্টা পরিষদ কারণ দর্শিয়ে সদস্যদের হ্যা/না ভোট গ্রহণ করবেন।
(খ) বিশেষ পরিস্থিতি তে কার্যকরী উপদেষ্টা পরিষদ গঠনতন্ত্রের কোনো ধারা অস্থায়ী ভাবে সংশোধন ও সংযোজন করার ক্ষমতা সংরক্ষন করে।