৭। সংগঠনের সাংগঠনিক কাঠামো হবে ৪ স্তরের, যথাঃ
(ক) সাধারন পরিষদ
(খ) কার্যকরী পরিষদ
(গ) উপদেষ্টা পরিষদ
(ঘ) কার্যকরী উপদেষ্টা পরিষদ
৮। পরিষদ সমূহের কার্যাবলীর বিবরণঃ
(ক) সাধারন পরিষদ : অত্র সংগঠনের সকল সদস্যদের নিয়েই সাধারন পরিষদ গঠিত হবে।
(খ)কার্যকরী পরিষদ : সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩০ জন সদস্যের কার্যকরী কমিটি
থাকবে। (প্রয়োজনে পদের সংখ্যা পরিবর্তিত হতে পারবে)
কমিটির মেয়াদকাল হবে ০১ বছর।
(গ) উপদেষ্টা পরিষদ : প্রতিষ্ঠাকালীন সময়ের সম্মানিত সদস্য থেকে বর্তমান কমিটির বাইরে থাকা (সিনিয়র)
ব্যাচসমূহের সকল সদস্যই প্রটোকল এর ভিত্তিতে উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত হবে।
(ঘ) কার্যকরী উপদেষ্টা পরিষদঃ সদ্য সাবেক হওয়া সভাপতিকে পদাধিকার বলে সংযুক্ত করে উপদেষ্টা পরিষদের
সদস্যরা নিজেদের মধ্য হতে সর্বোচ্চ ৬ জন কে কার্যকরী উপদেষ্টা পরিষদের জন্য মনোনীত করবে,যাঁরা কিনা
কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে।
(ঙ) কার্যকরী পরিষদের সভাপতি অবশ্যই কার্যকরী উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে
সিদ্ধান্ত গ্রহন করবেন।
কার্যকরী উপদেষ্টা পরিষদের মেয়াদও ০১ বছর।
৯। কমিটি কাঠামোঃ
সভাপতি ০১ জন
সহ সভাপতি ০১ জন
সাধারন সম্পাদক ০১ জন
যুগ্ম সাধারন সম্পাদক ০৩ জন
সাংগঠনিক সম্পাদক ০১ জন
সহ সাংগঠনিক সম্পাদক ০৩ জন
কোষাধ্যক্ষ ০১ জন
সহ কোষাধ্যক্ষ ০২ জন
প্রচার, প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক ০১ জন
সহ প্রচার, প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক ০৩ জন
শিক্ষা সম্পাদক ০১ জন (Admission & All)
শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ০৪ জন (PSC,JSC,SSC,HSC)
দপ্তর সম্পাদক ০১ জন
সহ দপ্তর সম্পাদক ০১ জন
স্বাস্থ্য সম্পাদক ০১ জন
স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ০১ জন
উপবৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক ০১ জন
ক্রীড়া সম্পাদক ০১ জন
সহ ক্রীড়া সম্পাদক ০১ জন
সাংস্কৃতিক সম্পাদক ০১জন